ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

দুর্নীতির মামলায় আদালতে নূর হোসেন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২০
দুর্নীতির মামলায় আদালতে নূর হোসেন ...

নারায়ণগঞ্জ: জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের মামলায় নারায়ণগঞ্জের আদালতে হাজির হয়েছিলেন নারায়ণগঞ্জে সাত খুন মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি নূর হোসেন।  

বুধবার (১১ নভেম্বর) চার্জ গঠনের শুনানির দিন ধার্য্য থাকলেও নূর হোসেনের পক্ষের আইনজীবী আদালতে সময় প্রার্থনা করলে আদালত আগামী ৬ জানুয়ারি নির্ধারণ করেন।

সকালে কড়া নিরাপত্তায় কাশিমপুর কারাগার থেকে নূর হোসেনকে নারায়ণগঞ্জ আনা হয়। পরে দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মোহাম্মদ আনিসুর রহমানের আদালতে শুনানি হয়।

২০১৬ সালের ১ আগস্ট রাজধানীর রমনা থানায় মামলাটি করেন দুদকের উপপরিচালক (বর্তমানে পরিচালক) মো. জুলফিকার আলী। তিনি ও সহকারী পরিচালক শফি উল্লাহ মামলার তদন্ত করেন। ওই মামলায় একইদিন নূর হোসেনের স্ত্রী রুমা আক্তারকে (৪০) গ্রেফতার করেছিল দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি টিম।

বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২০
এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।