ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

চাঁপাইনবাবগঞ্জে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২০
চাঁপাইনবাবগঞ্জে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ধর্ষণের দায়ে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের একটি আদালত।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রবিউল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় দেন।

সাজাপ্রাপ্ত আসামি জেলার ভোলাহাট উপজেলার গোহালবাড়ী ইউনিয়নের মুন্সিগঞ্জ গ্রামের ফারুক আহম্মেদের ছেলে রুবেল ওরফে ফয়সাল (২৫)।

আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২৪ অক্টোবর ৫ বছরের একটি শিশুকে ধর্ষণ করেন রুবেল। পরে বাদি হয়ে ওই শিশুটির বাবা ভোলাহাট থানায় মামলা করেন। মামলার দীর্ঘ শুনানি শেষে আসামির উপস্থিতিতে আদালত রুবেলকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন।

বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।