ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

আইন ও আদালত

দুদকের মামলায় ৩ মাসের জামিন পেলেন সাবেক এমপি আউয়াল ও তার স্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২০
দুদকের মামলায় ৩ মাসের জামিন পেলেন সাবেক এমপি আউয়াল ও তার স্ত্রী

পিরোজপুর: দুদকের দায়েরকৃত মামলায় পিরোজপুর-১ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ.কে.এম.এ আউয়াল ও তার স্ত্রী জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লায়লা পারভীনকে তিন মাসের জামিন দিয়েছেন আদালত।  

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে পিরোজপুর বিশেষ জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক নাহিদ নাসরিন এ আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শহিদুল হক পান্না এ তথ্য নিশ্চিত করেন।
 
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শহিদুল হক পান্না বাংলানিউজকে জানান, পিরোজপুর স্পেশাল আদলতে দুদকের দায়েরকৃত তিনটি মামলায় আসামিরা জামিনে ছিলেন। বুধবার সিনিয়র স্পেশাল জজ আদালতে পিরোজপুর-১ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ.কে.এম.এ আউয়াল ও তার স্ত্রী জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লায়লা পারভীন উপস্থিত হয়ে জামিন চাইলে আদালতের বিচারক তাদের তিন মাসের আন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করেন। তবে দুদকের আইনজীবী অ্যাডভোকেট মুনসুর উদ্দিন হাওলাদার এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি।

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।