ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

কুড়িগ্রামে মাস্ক না পরায় ২২ জনকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২০
কুড়িগ্রামে মাস্ক না পরায় ২২ জনকে জরিমানা কুড়িগ্রামে মাস্ক না পরায় ২২ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত

কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় মাস্ক না পরায় ২২ জনকে দুই হাজার একশ’ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলা সদরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা আদায় করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুর রহমান।

এসময় ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সারওয়ার পারভেজসহ পুলিশ সদস্য ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ইউএনও তৌহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, মাস্ক ব্যবহার না করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২২ জনের কাছ থেকে মোট দুই হাজার একশ’ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২০
এফইএস/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।