ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

ফরিদপুর পৌরসভার নির্বাচনে বাধা নেই

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২০
ফরিদপুর পৌরসভার নির্বাচনে বাধা নেই

ঢাকা: ফরিদপুর পৌরসভার নির্বাচন ছয় মাসের জন্য স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ চেম্বার আদালত।

মঙ্গলবার (১ ডিসেম্বর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. নূরুজ্জামানের আদালত হাইকোর্টের আদেশ ৮ সপ্তাহের জন্য স্থগিত করেন।

ফলে তফসিল অনুযায়ী আগামী ১০ ডিসেম্বর এ নির্বাচন হতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দস কাজল। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।  

স্থানীয় এক ভোটারের করা রিট আবেদনের শুনানি নিয়ে গত ২৫ নভেম্বর হাইকোর্ট রুলসহ স্থগিতাদেশ দিয়েছিলেন।
  
গত ১৫ নভেম্বর পৌরসভার বর্ধিত এলাকার এক ভোটার  মো. আতিয়ার রহমান এ রিট করেন।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০২০
ইএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।