ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

জামালপুরে ভাইকে হত্যার দায়ের ছোট ভাইয়ের ফাঁসি

ডিস্ট্রিক্ট করসেপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২০
জামালপুরে ভাইকে হত্যার দায়ের ছোট ভাইয়ের ফাঁসি

জামালপুর: জামালপুরে বড় ভাইকে হত্যার দায়ে ছোটভাইকে ফাঁসি দিয়েছেন আদালত।

রোববার (৬ ডিসেম্বর) দুপুরের জামালপুর জেলা দায়ারা জজ জুলফিকার আলী খান এ রায় দেন।

মামলার বিবরণীতে জানা যায়, সরিষাবাড়ী উপজেলার রুদ্ধ বয়ড়া গ্রামের সামছুল হকের দুই ছেলে সেজনু মনির (৪০) ও সুমন (২৫) এর মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। ২০১৫ সালের ১৭ আগস্ট ভোরে বড় ভাই সেজনু মনিরের ঘরে ঢুকে দা দিয়ে কুপিয়ে জখম করে। পরে মৃত্যু নিশ্চিত করতে গলা চেপে ধরে। এ সময় তার ডাক চিৎকারের প্রতিবেশিরা সেজনু মনিরকে উদ্ধার করে। পরবর্তীকালে চিকিৎসাধীন অবস্থায় বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় নিহত সেজনু মনিরের স্ত্রী শাহানা শারমিন বাদী হয়ে সরিবাড়ী থানায় মামলা দায়ের করেন।

মামলায় ২২ জন স্বাক্ষীর মধ্যে ১৬ জন স্বাক্ষী শেষে রায়ে সুমন মিয়াকে ফাঁসির পাশাপাশি ৫০ হাজার টাকা ও দণ্ডবিধি ৪৪৮ ধারা মোতাবেক এক বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন।

জামালপুরের জেলা দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি নির্মল কান্তি ভদ্র ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।