ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

বন্ধুর মেয়েকে ধর্ষণ, আসামির যাবজ্জীবন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২০
বন্ধুর মেয়েকে ধর্ষণ, আসামির যাবজ্জীবন

ঢাকা: রাজধানীর বনানীতে শিশু ধর্ষণের দায়ে সবুজ মিয়া নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (৭ ডিসেম্বর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোছা. কামরুন্নাহার এ রায় দেন।

আসামি সবুজ ওই শিশুটির বাবার বন্ধু।

আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী স্পেশাল পাবলিক প্রসিকিউটর আফরোজা ফারহানা আহমেদ অরেঞ্জ এ তথ্য জানান।

২০১৭ সালের ১ আগস্ট ধর্ষণের শিকার হয় ওই শিশুটি। এ ঘটনার দিন মেয়েটির বাবা-মা কাজের জন্য বাড়ির বাইরে ছিল। এ সময় মেয়েটি বাড়িতে গৃহস্থলীর কাজ করছিল। সবুজ মেয়েটির বাবার সঙ্গে বন্ধুত্বের সূত্র ধরে তখন ঘরে এসে শুয়েছিলেন। এ সময় থালা-বাসন পরিষ্কার করতে ওই মেয়ে বাইরে যেতে চাইলে তাকে জোর করে ওড়না দিয়ে হাত-পা বেঁধে ধর্ষণ করে ওই লম্পট। ধর্ষণ শেষে হুমকি দিয়ে বলে এ ঘটনা কাউকে বললে তোকে মেরে ফেলব। এরপর প্রতিবেশী এক নারী সবুজকে ওই বাড়ি থেকে বের হয়ে যেতে বলেন। পরে মেয়েটি ওই নারী কাছে ধর্ষণের কথা খুলে বলে। এ সময় ওই নারী প্রতিবেশীদের সহযোগিতায় সবুজকে আটক করেন। পরে গণপিটুনি দিলে সবুজ ঘটনার কথা স্বীকার করেন।

এরপর ভুক্তভোগীর মা-বাবা বাড়ি ফিরলে সবুজকে পুলিশে দেয়। পরদিন মেয়েটির মা বাদী হয়ে বনানী থানায় সবুজকে আসামি করে মামলা দায়ের করেন। ঘটনা তদন্ত করে ২০১৮ সালের ২৯ মার্চ বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল আলম আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।  

অভিযোগপত্রে বলা হয়, ধর্ষণের শিকার শিশুটির পরনে সেলোয়ারে পাওয়া আলামত সবুজের ডিএনএর সঙ্গে সম্পূর্ণরূপে মিল রয়েছে। এরপর বিচারচলাকালে মামলায় ১১ সাক্ষীর সাত জন আদালতে সাক্ষ্য দেন। বিচারকাজ শেষ সোমবার আসামির বিরুদ্ধে এ রায় দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০২০
কেআই/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।