ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

অর্থপাচার মামলায় জামিন পাননি আরশাদ উল্লাহ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২০
অর্থপাচার মামলায় জামিন পাননি আরশাদ উল্লাহ

ঢাকা: মানিলন্ডারিং মামলায় দণ্ডিত ইউনিল্যান্ড লিমিটেডের পরিচালক এইচএম আরশাদ উল্লাহকে জামিন না দিয়ে আপিল শুনানির জন্য দিন ধার্য করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলে ভার্যু) য়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

জামিন আবেদনকারী পক্ষে আইনজীবী ছিলেন আবদুল বাসেত মজুমদার ও সাঈদ আহমেদ রাজা।  

রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক, সহকারী অ্যাটর্নি জেনারেল মাহজাবিন রাব্বানী দীপা ও আন্না খানম কলি।

দুদকের পক্ষে ছিলেন আইনজীবী এমএ আজিজ খান।
 
পরে আমিন উদ্দিন মানিক জানান, মানিলন্ডারিং মামলায় ইউনিল্যান্ড লিমিটেডের পরিচালক এইচএম আরশাদ উল্লাহকে জামিন না দিয়ে আপিল শুনানির জন্য ১৪ জানুয়ারি দিন ধার্য করেছেন হাইকোর্ট।

তিনি আরও জানান, ২০১৯ সালে ২৩ জানুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৩ মানি লন্ডারিংয়ের মামলায় ইউনিল্যান্ডের পরিচালক এইচএম আরশাদ উল্লাহসহ কয়েকজনকে ১২ বছর করে সশ্রম কারাদণ্ড এবং আসামিদের দুই হাজার ৭শ দুই কোটি ৪১ লাখ ১১ হাজার ৭শ চুরাশি টাকা চৌদ্দ পয়সা অর্থদণ্ডে দণ্ডিত করেন।  

ওই রায়ের বিরুদ্ধে আপিল করেন আরশাদ উল্লাহ। এই অবস্থায় এইচএম আরশাদ উল্লাহ অসুস্থতার কারণ দেখিয়ে  জামিনের আবেদন করেন। আদালত জামিন না দিয়ে আপিল শুনানির জন্য আগামী ১৪ জানুয়ারি দিন নির্ধারণ করেছেন বলে জানান আমিন উদ্দিন মানিক।

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২০
ইএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।