ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

পাবনা পৌর মেয়র পদের ভোট পুনরায় গণনার আদেশ স্থগিত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২১
পাবনা পৌর মেয়র পদের ভোট পুনরায় গণনার আদেশ স্থগিত

ঢাকা: পাবনা পৌরসভা নির্বাচনে মেয়র পদে ভোট পুনর্গণনায় হাইকোর্টের দেওয়া নির্দেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে জয়ী মেয়রের আবেদনের শুনানি নিয়ে রোববার (১৪ ফেব্রুয়ারি) আপিল বিভাগের চেম্বার আদালতের বিচারপতি মো. নূরুজ্জামান এ আদেশ দেন।

গত ৩০ জানুয়ারি এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী শরীফ উদ্দিন প্রধান নির্বাচিত হন।

ওই নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত পরাজিত প্রার্থীর করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গত ১০ ফেব্রুয়ারি হাইকোর্ট বেঞ্চ রুলসহ ফের ভোট গণনার আদেশ দেন। একইসঙ্গে মেয়র পদে গেজেট প্রকাশের কার্যক্রমের ওপর এক মাসের স্থগিতাদেশ দেন।

পরে জয়ী মেয়র শরীফ উদ্দিন প্রধান হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন করেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী প্রবীর নিয়োগী। অপরপক্ষে ছিলেন আইনজীবী আবদুল মতিন খসরু।

গত ৩০ জানুয়ারি রাত সাড়ে ৯টায় পাবনা সদর উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মাহবুবুর রহমান বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত বেসরকারি ফলাফলে জেলা যুবলীগের সাবেক সভাপতি, স্বতন্ত্র প্রার্থী নারিকেল গাছ প্রতীকের শরীফ উদ্দিন প্রধান ২৭ হাজার ৯৬৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী জেলা যুবলীগের আহ্বায়ক পেয়েছেন ২৭ হাজার ৮৪৭ ভোট।

এছাড়া এ নির্বাচনে মেয়র পদে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী নুর মোহাম্মদ মাসুম বগা পেয়েছেন ৭ হাজার ৫০৪ ভোট, জাতীয় পার্টির প্রার্থী চৌধুরী মোহাম্মদ মাহাবুবুল হক রাজন পেয়েছেন ২৭৬ ভোট ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আবু বকর সিদ্দিক পেয়েছেন ১৬৫৯ ভোট।

পরে ভোট পুনর্গণনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন আলী মুর্তজা বিশ্বাস সনি।

বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২১
ইএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।