ঢাকা: ফেসবুকে ১৫ আগস্ট নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গাড়িচালক হাকিম মো. লোকমান হোসেনকে জামিন দেননি হাইকোর্ট।
বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) তার আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমিনুল ইসলাম।
তিনি জানান, হাকিম মো. লোকমান হোসেনের বিরুদ্ধে গত বছর ২০ আগস্ট কুষ্টিয়া মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন জনৈক কালাম শেখ। মামলার পর ওই দিনই লোকমানকে গ্রেপ্তার করে পুলিশ। ওই মামলায় বিচারিক আদালতে জামিন না পেয়ে হাইকোর্টে আবেদন করেন লোকমান হোসেন। আজ উচ্চ আদালত তাকে জামিন দেননি। তার আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন।
বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২১
ইএস/এমজেএফ