ঢাকা: মানবপাচারের অভিযোগে সিলেটে করা চার মামলার আসামি মতিউর রহমানের জামিন আবেদন সরাসির খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) আদালতে হাজিরে হয়ে জামিন আবেদনের পর বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আসামিপক্ষে আইনজীবী ছিলেন মো. শফিউল্লাহ হায়দার। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল তামান্না ফেরদৌস।
সহকারী অ্যাটর্নি জেনারেল তামান্না ফেরদৌস জানান, জামিন আবেদন খারিজের পর তাকে পুলিশের হাতে তুলে দিতে নির্দেশ দেন হাইকোর্ট। এরপর আসামিকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
মতিউর রহমানের বিরুদ্ধে সিলেটে মানবপাচার প্রতিরোধ আইনে ২০১৯ সালের ১ ডিসেম্বর চারটি মামলা হয়।
বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২১
ইএস/ওএইচ/