ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

অষ্টগ্রামে ২ ইটভাটাকে লাখ টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২১
অষ্টগ্রামে ২ ইটভাটাকে লাখ টাকা জরিমানা

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় দুই ইটভাটাকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে অষ্টগ্রাম উপজেলায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফজলে রাব্বি।

 

এসময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মো. আবু সাঈদ ও জেলার আনসার সদস্যরা।  

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফজলে রাব্বি বাংলানিউজকে জানান, মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে অষ্টগ্রাম উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) লঙ্ঘন করে ইট পোড়ানো কার্যক্রম পরিচালনা করার অপরাধে আলীনগর-সাভিয়ানগর এলাকার মেসার্স এমএসবি ব্রিকসকে ৫০ হাজার টাকা ও একই এলাকার মেসার্স এজিআর ব্রিকসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।  

জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২১
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।