ঢাকা: ঢাকার জেলা ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানা থেকে ডাকাতি মামলার এক আসামি পালিয়ে গেছে।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকালের দিকে এ ঘটনা ঘটে।
আদালত সূত্রে জানা যায়, ডাকাতি মামলার আসামি হারুনুর রশিদ ওরফে সুমনকে সকালে কেরানীগঞ্জ কারাগার থেকে আদালতে আনা হয়। এ সময় প্রিজনভ্যান থেকে আসামিকে নামিয়ে কোর্ট হাজতে নেওয়ার পথে হাতকড়া খুলে কৌশলে তিনি পালিয়ে যান।
ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আনোয়ারুল কবির বাবুল এ তথ্য নিশ্চিত করেছেন।
আদালত পুলিশ সূত্রে জানা যায়, পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। এদিকে হাজতের দায়িত্বপ্রাপ্ত এসআই বদরুজ্জামানসহ ওই সময় দায়িত্বরত ৮ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
কোর্ট হাজত থেকে এর আগেও বিভিন্ন সময় আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।
বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২১
কেআই/ওএইচ/