ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

চুয়াডাঙ্গায় ২ নারীকে ধর্ষণের পর হত্যা: ২ আসামির ফাঁসি বহাল

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২১
চুয়াডাঙ্গায় ২ নারীকে ধর্ষণের পর হত্যা: ২ আসামির ফাঁসি বহাল

ঢাকা: চুয়াডাঙ্গায় দুই নারীকে ধর্ষণের পর হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। দণ্ডপ্রাপ্ত অপর আসামি খালাস পেয়েছেন।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ রায় দেন।

মামলার বিবরণীতে জানা যায়, ২০০৩ সালের ২৭ সেপ্টেম্বর ফিঙ্গে বেগম ও কমেলা খাতুন নামে দুই নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়। ওই ঘটনায় দায়ের হওয়া মামলায় চুয়াডাঙ্গার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক আসামিদের দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেন। পরে ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল শুনানি শেষে হাইকোর্ট তা বহাল রাখেন।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আসামিরা আপিল করেন। ওই আপিলের শুনানি নিয়ে বুধবার রায় দেন আপিল বিভাগ। রায়ে আসামি আজিজ ওরফে আজিজুল এবং মিন্টু ওরফে কালুর মৃত্যুদণ্ড বহাল রেখেছেন সর্বোচ্চ আদালত। তবে অপর আপিল নিষ্পত্তি করে আসামি সুজনকে খালাস দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২১
ইএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।