ঢাকা: ১৯৯৪ সালে দিনাজপুরের কোতেয়ালি থানার গোবিন্দপুর গ্রামের সফুরা খাতুন হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আব্দুল বাসেতকে জামিন দেননি আপিল বিভাগ।
তবে বিলম্ব মার্জনা করে তাকে আপিলের অনুমতি (লিভ মঞ্জুর) দিয়েছেন সর্বোচ্চ আদালত।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।
আদালতে আসামিপক্ষের আইনজীবী ছিলেন এস এম শাহজাহান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।
তিনি জানান, কয়েকদিন নিখোঁজ থাকার পর ১৯৯৪ সালের ৩০ জুলাই সফুরা খাতুনের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় মরদেহের কাছ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়। সেটিকেই ডায়িং ডিক্লারেশন ধরে এ মামলার বিচার সম্পন্ন করেন বিচারিক আদালত।
এ মামলায় তার দেবর সোহরাব ও আব্দুল বাসেতকে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারিক আদালত। এর বিরুদ্ধে আপিলের পর হাইকোর্ট সেই সাজা বহাল রাখেন।
পরে আব্দুল বাসেত লিভ টু আপিল করে জামিন চান। বৃহস্পতিবার আদালত তাকে জামিন না দিয়ে আসামির বিলম্ব মার্জনা করে নিয়মিত আপিল করার নির্দেশ দেন।
বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২১
ইএস/এসআই