ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

আলাউদ্দিনের মৃত্যুতে মামলা হয়েছে কিনা জানাতে বললেন আদালত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০২১
আলাউদ্দিনের মৃত্যুতে মামলা হয়েছে কিনা জানাতে বললেন আদালত

নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে সংঘর্ষের ঘটনায় অটোরিকশাচালক আলাউদ্দিন গত ৯ মার্চ গুলিবিদ্ধ হয়ে মারা যান।

রোববার (১৪ মার্চ) এ ঘটনায় তার ছোট 
ভাই এমদাদ আবদুল কাদের মির্জাকে প্রধান আসামিসহ ১৬৪ জনের বিরুদ্ধে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস এম মোসলেহ উদ্দিন মিজানের ২/৪ আমলি আদালতে হত্যা মামলা দায়ের করেন।

 

মামলার ২ নম্বর আসামি শাহাদাত হোসেন (আবদুল কাদের মির্জার ছোট ভাই), ৩ নম্বর আসামি মাশরুর কাদের ওরফে তাশিক মির্জা।  

আদালত শুনানি শেষে মামলাটি আমলে নিয়ে কোম্পানীগঞ্জ থানায় এ ধরনের কোনো হত্যা মামলা হয়েছে, কিনা তা কোম্পানিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ১৫ দিনের মধ্যে আদালতকে জানানোর আদেশ দেন।  

কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা এবং কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের মধ্যে চলমান বিরোধের জের ধরে ৯ মার্চ সংঘর্ষ হয়। এ সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা যান আলাউদ্দিন। এসময় আরও ১২ জন গুলিবিদ্ধ হন।  
 
এদিকে, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত 
খানকে লাঞ্ছিত করার ঘটনায় তার স্ত্রী আনজুমান আরা পারভিন আদালতে মামলা করতে গিয়েছিলেন। কিন্তু তার যেতে দেরি হওয়ায় মামলাটি আগামীকাল দায়ের করবেন বলে জানান তিনি।

বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা শনিবার তার পৌর ভবনে সাংবাদিক সম্মেলন করে বলেন, আমাকে হত্যা করার চেষ্টা চলছে।  

এর আগে এ দুই নেতার সমর্থকদের মধ্যে সংঘর্ষ চলাকালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির।  

আবদুল কাদের মির্জা এ দু’জনের মৃত্যুর ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান।  

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, মার্চ ১৪, ২০২১
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।