ঢাকা: আর্থিক প্রতিষ্ঠান পিপলস লিজিং অ্যান্ড ফাইনান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের ১২২ ঋণ খেলাপির বিদেশ যাত্রার ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট।
পিপলস লিজিং অবসায়ন সংক্রান্ত মামলায় বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের হাইকোর্টের একক বেঞ্চ মঙ্গলবার (৯ মার্চ) এ আদেশ দেন।
পিপলস লিজিং এর সাময়িক অবসায়ক (প্রবেশনাল লিক্যুডেটর) মো. আসাদুজ্জামান খানের করা এক আবেদনে পিপলস লিজিং-এর প্রায় ৫শ জনের বেশি ঋণগ্রহীতার একটি তালিকা দাখিল করা হয়। এই তালিকা দাখিলের পর ৫ লাখ টাকা এবং তার ওপরে নেওয়া ঋণগ্রহীতাদের মধ্যে যারা খেলাপি হয়েছে ২১ জনুয়ারি এক আদেশে এমন ২৮৬ জনকে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়।
এদের মধ্যে ২৩ ফেব্রুয়ারি, ২৫ ফেব্রুয়ারি ও ৯ মার্চ ১৬৪ জন হাজির হন। বাকি ১২২ জন হাজির না হওয়ায় তাদের বিদেশ যাওয়ার বিষয়ে আদেশ দিয়েছেন আদালত।
বাংলাদেশ সময়: ২৩০০ ঘণ্টা, মার্চ ১৫, ২০২১
ইএস/এইচএডি