ঢাকা: সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেলকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার বিভাগের আদেশ ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।
তার করা এক রিট আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিচাপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার চৌধুরী মোর্শেদ কামাল টিপু। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট খান উজ্জ্বল ও অ্যাডভোকেট শাহ নাবিলা কাশফি।
পরে আইনজীবী ব্যারিস্টার মোর্শেদ কামাল টিপু সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, রিট আবেদনের শুনানি শেষে আমিনুল ইসলাম রাবেলের বরখাস্তের আদেশ ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।
এ আদেশের ফলে আমিনুল ইসলাম রাবেল গোলাপগঞ্জ পৌরসভার মেয়র পদে দায়িত্ব পালনে আর কোনো আইনি বাধা নেই।
এর আগে গেল ৬ ডিসেম্বর সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বিরুদ্ধে বক্তব্যের কারণে আলোচনায় আসেন সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল। পরে তাকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার বিভাগ।
ওইদিনই স্থানীয় সরকার বিভাগের পৌর-১ শাখা থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এ আদেশের বিরুদ্ধে মেয়র আমিনুল ইসলাম রাবেল হাইকোর্টে রিট করেন।
বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২১
এনইউ/আরবি