ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

মুরাদের নামে দুপুরে মামলার আবেদন, বিকেলে খারিজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২১
মুরাদের নামে দুপুরে মামলার আবেদন, বিকেলে খারিজ ছবি: বাংলানিউজ

রংপুর: সদ্য বহিষ্কৃত তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের নামে রংপুরে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করা হলে তা খারিজ করেছেন আদালত। এ মামলায় ইউটিউবার মহিউদ্দিন হেলাল নাহিদকেও আসামি করা হয়েছিল।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান সম্পর্কে ফেসবুক লাইভে অশ্লীল বক্তব্যের অভিযোগে তুলে এ মামলার আবেদন করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

বুধবার (১৫ ডিসেম্বর) দুপুরে রংপুর সাইবার ট্রাইব্যুনাল আদালতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট হানিফ মিয়া বাদী হয়ে এ মামলার আবেদন করেন। এর ৬ ঘণ্টা পর বিকেল সোয়া ৫টার দিকে সেই আবেদনটি খারিজ করে দেন ট্রাইব্যুনালের বিচারক ড. মোহাম্মদ আব্দুল মজিদ।  

সন্ধ্যার দিকে বাদীপক্ষের আইনজীবী শফি কামাল বাংলানিউজকে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অশালীন বক্তব্য উপস্থাপন করেন সরকারের সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। যা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত ও কোনো ভাবেই প্রত্যাশিত নয়। এমন মানহানিকর বক্তব্য পুরো নারী জাতির প্রতি নোংরা দৃষ্টিভঙ্গির বহি:প্রকাশ ও আপত্তিকর।
 
শফি কামাল আরও বলেন, দুপুরের দিকে আদালতের কাছে আমরা এ মানহানিকর বক্তব্য দেওয়া ব্যক্তির নামে আইনগতভাবে মামলার জন্য আবেদন করি। বিকেলে মামলার আবেদন খারিজ করে দেন আদালত। এ মামলায় ডা. মুরাদ হাসান ছাড়াও ইউটিউবার নাহিদকে আসামি করা হয়েছিল।

এর আগে দুপুর ১২টার দিকে মামলার আবেদনপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র আদালতে দাখিল করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা।  

মামলার বাদী অ্যাডভোকেট হানিফ মিয়া বলেন, সরকারের সদ্য পদ হারানো ডা. মুরাদ হাসানের করা কুরুচিপূর্ণ অশালীন বক্তব্য পুরো নারী জাতিকে অসম্মান করেছে।  
এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের রংপুর জেলা সভাপতি অ্যাডভোকেট একরামুল হক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফি কামাল, সাবেক সাধারণ সম্পাদক আফতাব উদ্দিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।