ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আইন ও আদালত

সিনিয়র অ্যাডভোকেট হলেন ৩৩ জন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২১
সিনিয়র অ্যাডভোকেট হলেন ৩৩ জন

ঢাকা: সুপ্রিম কোর্টের ৩৩ জন আইনজীবীকে আপিল বিভাগের সিনিয়র অ্যাডভোকেট হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) আপিল বিভাগের রেজিস্ট্রার মো. বদরুল আলম ভূঞা সাক্ষরিত এক স্মারক থেকে এ তথ্য জানা যায়।

এর মধ্যে রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি এএফএম আবদুর রহমান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস, দুদকের আইনজীবী মো. খুরশীদ আলম খান, রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক মাহবুব উদ্দিন খোকন, মনজিল মোরসেদ, সারা হোসেনসহ ৩৩ জন।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, ডিসেম্বর ৩০ ,২০২১
ইএস/জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।