ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

আইন ও আদালত

শহীদ জিয়া কলেজের নাম পরিবর্তনের আদেশ হাইকোর্টে স্থগিত

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৪১, ফেব্রুয়ারি ৮, ২০২২
শহীদ জিয়া কলেজের নাম পরিবর্তনের আদেশ হাইকোর্টে স্থগিত

ঢাকা: জয়পুরহাটে শহীদ জিয়া কলেজের নাম পরিবর্তন করে ‘জয়পুরহাট মহাবিদ্যালয়’ নামকরণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট।

ওই কলেজের সাবেক অধ্যক্ষ শামসুল হকের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি কাজী জিনাত হকের ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী কায়সার কামাল ও গালিব আমিদ।

পরে কায়সার কামাল জানান, ছয় মাসের জন্য নাম পরিবর্তনের আদেশ স্থগিত করে হাইকোর্ট রুল জারি করেছেন।

রুলে জয়পুরহাট শহীদ জিয়া কলেজের নাম পরিবর্তন করে জয়পুরহাট মহাবিদ্যালয় নামকরণের আদেশটি কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়েছেন হাইকোর্ট।

১৯৮৫ সালে জয়পুরহাটে এ কলেজটি প্রতিষ্ঠা করা হয়। ২০২০ সালের ২৫ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব শহীদ জিয়া কলেজের নাম পরিবর্তন করে জয়পুরহাট মহাবিদ্যালয় নামকরণের জন্য রাজশাহী বোর্ডের কাছে চিঠি পাঠায়।

পরে ২০২১ সালের ২৬ অক্টোবর জাতীয় বিশ্ববিদ্যালয় জয়পুরহাট শহীদ জিয়া কলেজের নাম পরিবর্তন করে জয়পুরহাট মহাবিদ্যালয় নামকরণের চূড়ান্ত অনুমোদন দেয়।

বাংলাদেশ সময়: ২২৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮,২০২২
ইএস/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।