ময়মনসিংহ: ময়মনসিংহে মাদক মামলায় পলাতক দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বিশেষ দায়রা জজ আদালত।
দণ্ডপ্রাপ্তরা হলেন গাজীপুর জেলার জয়দেবপুরের রোদ্রপুর এলাকার মৃত আব্দুর রশিদ খানের ছেলে আবু তাহের (৪০) ও শ্রীপুর উপজেলার বেওয়াসড়া গ্রামের মৃত কছুর উদ্দিনের ছেলে মো. রুকন (২৭)।
বুধবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহের বিশেষ দায়রা জজ সাবেরা সুলতানা খানম এ আদেশ দেন।
সরকার পক্ষের আইনজীবী শেখ আবুল হাসেম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২০১৮ সালের ২৬ মার্চ সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর চরপাড়া মোড়ে মাদক কেনা-বেচার সময় আবু তাহের ও মো. রুকন নামে দুই মাদক বিক্রেতা আটক হন। এ সময় দেহ তল্লাশি করে আবু তাহেরের কাছ থেকে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ৫১ গ্রাম ও মো. রুকনের কাছ থেকে ৪৮ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের নামে মামলা করা হয়। মামলার তদন্ত শেষে পুলিশ তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। পরে মামলার দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় বুধবার এ রায় দেন আদালত।
আসামি পক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী বেগম রেহানা আক্তার।
বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২২
এসআই