ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

ঢাকা উত্তরের প্যানেল মেয়রের ছেলে কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩২ ঘণ্টা, মার্চ ৩, ২০২২
ঢাকা উত্তরের প্যানেল মেয়রের ছেলে কারাগারে রফিকুল ইসলাম রুবেল

ঢাকা: ইয়াবা ও হেরোইনসহ গ্রেফতার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও কাফরুল থানা আওয়ামী লীগের সভাপতি ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর জামাল মোস্তফার ছেলে রফিকুল ইসলাম রুবেলকে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (০৩ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এ দিন মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার এসআই পিন্টু কুমার চৌধুরী আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামির পক্ষে অ্যাডভোকেট আরিফুল ইসলাম জামিন আবেদন করেন।

শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সিএমএম আদালতে পল্লবী থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক আব্দুর রব এ তথ্য জানান।

বুধবার রাতে মিরপুর-১১ নম্বর মিল্লাত ক্যাম্প এলাকা থেকে রফিকুল ইসলাম রুবেলকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৭৫ পিস ইয়াবা ও ১১ পুরিয়া (প্রায় সাড়ে ৫ গ্রাম) হেরোইন উদ্ধার করা হয়।

এ ঘটনায় বৃহস্পতিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পল্লবী থানায় সংশ্লিষ্ট থানার এসআই জহির উদ্দিন মামলা দায়ের করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ওইসব মাদক বিক্রির উদ্দেশ্যে রুবেল সেখানে একটি মোটরসাইকেল নিয়ে অবস্থান করছিলেন। এই তথ্য পেয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।

বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, মার্চ ০৩, ২০২২
কেআই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।