ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

আইন ও আদালত

নড়াইলে অস্ত্র মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম, পলাতক
আপডেট: ১৬:৪০, মার্চ ৮, ২০২২
নড়াইলে অস্ত্র মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন

নড়াইল: নড়াইলে অস্ত্র মামলায় আক্তারুজ্জামান বাবুল ওরফে কোবরা বাবুল নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
 
মঙ্গলবার (৮ মার্চ) সকালে স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ আদেশ দেন।

বাবুল নড়াইলের সদর থানার ভাওয়াখালি গ্রামের মৃত লাল মিয়া বিশ্বাসের ছেলে।  
 
মামলার অপর দুই আসামি মাসুম ওরফে গ্রিল মাসুম ও খন্দকার নাসিম বিল্লাহকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ২৮ আগস্ট  বাবুলের বাড়িতে অস্ত্র বেচা-কেনা হচ্ছিল। খবর পেয়ে নড়াইল জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল ওই বাড়িতে অভিযান চালিয়ে বাবুল, মাসুম ও খন্দকার নাসিম বিল্লাহকে আটক করে। ওই সময় বাবুলের দেহ তল্লাশি করে ছয় রাউন্ড গুলি ভর্তি একটি বিদেশি পিস্তল পাওয়া যায়। পরে বাবুলের দেওয়া তথ্যের ভিত্তিতে তার শয়ন কক্ষে খাটের নিচ থেকে ১১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
 
ওইদিনই ডিবি পুলিশের তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম নড়াইল সদর থানায় তাদের নামে মামলা দায়ের করেন।
 
মামলায় সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় মঙ্গলবার এ রায় দেন বিচারক। বাবুল বর্তমানে পলাতক।
 
এছাড়া জব্দকৃত আলামত রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে জেলা পুলিশ লাইন্সের অস্ত্রাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, মার্চ ৮, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।