ঢাকা: বিচারিক আদালতের রায়ে দেওয়া মৃত্যুদণ্ডাদেশ অনুমোদন (ডেথ রেফারেন্স) মামলা নিষ্পত্তির জন্য অবকাশাকালীন সময়ে হাইকোর্টে ১১টি বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
বুধবার (০৯ মার্চ) প্রধান বিচারপতি এসব বেঞ্চ গঠন করে আদেশ দেন।
আদেশে বলা হয়, আগামী ২০ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত মৃত্যুদণ্ডাদেশ কনফারমেশনের ডেথ রেফারেন্স ও এ সম্পর্কিত অন্যান্য মামলা নিষ্পত্তির জন্য অবকাশকালীন বেঞ্চ গঠন করা হলো।
ফৌজদারি কার্যবিধি অনুসারে বিচারিক আদালতে মৃত্যুদণ্ডাদেশ হলে সে রায় অনুমোদনের জন্য মামলার যাবতীয় কার্যক্রম উচ্চ আদালতে পাঠাতে হয়। সে অনুসারে ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে। এছাড়া আসামিরা জেল আপিল ও ফৌজদারি আপিল করেন। এরপর মামলার পেপারবুক (মামলার যাবতীয় বৃত্তান্ত) তৈরি হয়। তারপর মামলাগুলো শুনানির জন্য ওঠে।
বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, মার্চ ০৯, ২০২২
ইএস/এমজেএফ