ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

আইন ও আদালত

হত্যা মামলায় স্বামীর ফাঁসি, স্ত্রী খালাস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৭, এপ্রিল ১০, ২০২২
হত্যা মামলায় স্বামীর ফাঁসি, স্ত্রী খালাস

সিলেট: সিলেটের মোগলাবাজারে আলোচিত সোহেল আমিন হত্যা মামলায় রফিক বক্স নামে এক আসামির ফাঁসির আদেশ দিয়েছেন বিচারক। একই মামলায় খালাস পেয়েছেন তার স্ত্রী সাথী বেগম।

রোববার (১০ এপ্রিল) দুপুরে অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মমিনুন নেছা এ রায় দেন। রায়ে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত এই আসামিকে আরও ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

দণ্ডিত রফিক বক্স সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানাধীন সিলাম ইউনিয়নের টিলাপাড়া গ্রামের মৃত তছির বক্সের ছেলে।

মামলার বরাত দিয়ে আদালত সূত্র জানায়, ২০২৩ সালের ২৬ জানুয়ারি বেলা আড়াইটার দিকে নিহতের বাবা মামলার বাদী একই গ্রামের আব্দুল কাইয়ুম ওরফে আনা মিয়ার একটি মোরগ মেরে ফেলেন দণ্ডিতের স্ত্রী সাথী বেগম। এ ঘটনার প্রতিবাদ করলে আসামিরা বাদী আব্দুল কাইয়ুম আনা মিয়ার বাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন।

এ ঘটনায় মামলার বাদী একটি সাধারণ ডায়েরি করেন। সাধারণ ডায়েরী দায়েরের ঘটনাটি জানতে পেরে প্রতিহিংসা পরায়ন হয়ে আসামিরা বাদীর ছেলে সোহেল আমিনকে খুন করেন।

এ ঘটনার পরদিন ২০১৩ সালের ২৭ জানুয়ারি মোগলাবাজার থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের বাবা আব্দুল কাইয়ুম আনা মিয়া।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জুবায়ের বক্স বলেন, আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের পর আদালতের বিচারক দীর্ঘ শুনানিতে সাক্ষীদের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মামলার রায় দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২২
এনইউ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।