ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

সোনারগাঁয়ে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, মে ২৫, ২০২২
সোনারগাঁয়ে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নারী মাদক ব্যবসায়ী চম্পা আক্তারকে (৩৫) ছয় বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২৫ মে) নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক শেখ রাজিয়া সুলতানা এ রায় ঘোষণা করেন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বাংলানিউজকে জানান, ২০১২ সালের ৩১ মে সোনারগাঁয়ের কাঁচপুর ইউনিয়নের সেনাপুর এলাকা থেকে ১৫০ বোতল ফেনসিডিলসহ চম্পাকে আটক করে র‍্যাব সদস্যরা। পরে তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। মামলায় দীর্ঘ শুনানি ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত এ রায় ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, মে ২৫, ২০২২
এমআরপি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।