ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

বছরে দুটি শাড়িও জোটেনি আসমার, সমাধান দিলেন আদালত!

সোহাগ হায়দার, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, মে ২৬, ২০২২
বছরে দুটি শাড়িও জোটেনি আসমার, সমাধান দিলেন আদালত!

পঞ্চগড়: বিয়ে হলো একটি সামাজিক বন্ধন বা বৈধ চুক্তি। যার মাধ্যমে দুইজন মানুষের মধ্যে দাম্পত্য সম্পর্ক শুরু হয়।

আর এই বিয়ের মাধ্যমে একজন নারীর সারাজীবনের দায়ভার নিতে হয় পুরুষকে। আর বিয়ের মাধ্যমে কারো জীবনে আসে সুখ আবার কারো জীবনে নেমে আসে বেদনা ভরা দুঃখ। এমনই এক ঘটনা ঘটেছে পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘী এলাকার আসমা বেগমের সঙ্গে।

দীর্ঘ আট বছরের সংসার জীবনে সারাবছর দুটি শাড়িও জোটেনি আসমার কপালে। এর মধ্যে সংসার জীবনে হয়েছে তিনটি ফুটফুটে সন্তান। একপর্যায়ে যৌতুকের অশান্তির শিকার হয়ে বিচ্ছেদের পর স্বামী সাইফুল ইসলামের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন স্ত্রী আসমা। দীর্ঘ শুনানিতে স্ত্রীর মর্যাদা ফিরিয়ে দিতে এক ভিন্ন পদক্ষেপ গ্রহণ করে অন্যতম এক নজির স্থাপন করেছেন পঞ্চগড়ের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) আদালতের বিচারক মতিউর রহমান।

জানা যায়, ২০১৩ সালে উপজেলার ময়দানদিঘী আরাজি গাইঘাটা গ্রামের মমতাজ আলীর মেয়ে আসমা বেগমের বিয়ে হয় ঠাকুরগাঁও সদরের শোল্ড হরি গ্রামের সাইফুল ইসলামের সঙ্গে। দীর্ঘ আট বছর সংসার জীবনে আসমাকে সইতে হয় বিভিন্ন সমস্যা। এর মধ্যে বিভিন্নভাবে নির্যাতনসহ যৌতুকের দাবি তোলা হলে বিচ্ছেদের মাধ্যমে ঠাকুরগাঁও থেকে ময়দানদিঘী আরাজি গাইঘাটা গ্রামে বাবার বাড়িতে চলে আসেন আসমা। এর মাঝে গত ২১/১২/২০২১ তারিখে বাবার বাড়িতে থাকতে থাকতে অবশেষে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন আসমা। পুলিশ তদন্ত করে মামলাটির সত্যতা পেয়ে চার্জশিট দাখিল করেন আদালতে।

বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে পঞ্চগড়ের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) আদালতে দীর্ঘ শুনানি বসেন। শুনানিতে ও পুলিশের দেওয়া তদন্ত রিপোর্টে আদালতের বিচারক মতিউর রহমান স্পষ্ট বুঝেন স্বামীর বিরুদ্ধে আসমার অভিযোগগুলো অমূলক নয়। পরে স্ত্রী আসমাকে সঙ্গে নিয়ে নিত্যপ্রয়োজনীয় চাহিদা সম্পন্ন পণ্য কিনতে সময় বেঁধে দেন বিচারক। আর এর মাধ্যমে পুনরায় তাদের সম্পর্ক জুটি বাধায় আপাতত নিষ্পত্তি হয় মামলাটির।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে আসমার বিষয়টি নিয়ে বিচারক মতিউর রহমান তুলে ধরলে এক ভিন্ন সমাধানে সবার বাহবাহ পান তিনি।

আদালত সূত্রে জানা যায়, যৌতুকের কারণে স্বামী সাইফুল স্ত্রী আসমাকে নির্যাতন করেন। সংসার জীবনে তেল, সাবান, কাপড়-চোপড় কিনে দেন না ঠিকমতো। স্ত্রীকে বছরে দুটি শাড়ি কিনে দেন না সাইফুল। স্ত্রীর কাপড়-চোপড় তেল সাবান দিতেও কার্পণ্য তার। টাকা জমিয়ে জমি বন্ধক নেওয়ার ধান্দা সাইফুলের। বৃহস্পতিবার (২৬ মে) জামিন নিতে বেশ কিছু টাকা নিয়ে আসেন সাইফুল। এর মধ্যে আদালত বিষয়টি বুঝতে পেরে শুনানির একপর্যায়ে তাকে টাকাগুলো বের করতে বলেন এবং প্রয়োজনীয় কাপড়-চোপড় কেনাকাটার জন্য সব টাকা তুলে দেওয়া হয় আসমার হাতে। পুরো দুই ঘণ্টা সময় দেওয়া হয় বাজার করার জন্য। আসমাকে সঙ্গে নিয়ে সাইফুল বাজারে যান। প্রায় দুই ঘণ্টা পর বাজার থেকে ফিরে আসেন তারা।

মোটামুটি সাড়ে তিন হাজার টাকার (প্যারাসুট নারিকেল তেল, তিব্বত টেলকম পাউডার, ফেয়ার অ্যান্ড লাভলী ক্রিম, হাতের চুড়ি, থ্রি-পিস, সাবান, জুতা, বাচ্চাদের জন্য জামা ইত্যাদি) বাজার করেন আসমা। পরে আদালতেই স্ট্যাম্পে লিখিত অঙ্গীকারনামায় সাইফুল বলে আর কখনো স্ত্রীকে কষ্ট দেবেন না, কিপটামোও করবে না কখনো। শেষে আসমা সাইফুলের হাত ধরে। তিন সন্তান আর স্বামীকে নিয়ে ফিরে যায় বাড়িতে।

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, মে ২৬, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।