ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় বখাটের ৩৫ দিন কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, মে ২৮, ২০২২
স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় বখাটের ৩৫ দিন কারাদণ্ড

বরগুনা: বরগুনায় এক স্কুল পড়ুয়া শিক্ষার্থীকে উত্তপ্ত করায় সোহাগ নামের যুবককে ভ্রাম্যমাণ আদালত ৩৫ দিনের সাজা দিয়েছেন।

শনিবার (২৮ মে) সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) নিজাম উদ্দিন।

অভিযুক্ত সোহাগ পৌর শহরের উকিল পট্টি এলাকার মৃত. আব্দুর রশিদের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুলে যাওয়ার পথে বরগুনা পৌর শহরের আদর্শ স্কুলের সামনে স্কুল পড়ুয়া দুই কিশোরীকে ইভটিজিং করার সময় স্থানীয় লোকজনের দৃষ্টিগোচর হলে সোহাগ নামের ওই বখাটেকে আটক করে রাখে। পরে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট(ভূমি) নিজাম উদ্দিন ১৮৬০ এর ৫০৯ ধারায় অভিযুক্ত সোহাগকে ৩৫দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।  

বাংলাদেশ  সময়: ১৮২৬ ঘণ্টা, মে ২৮, ২০২২
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।