ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

আইন ও আদালত

মেহেরপুরে মাদক সেবকের ২ মাস বিনাশ্রম কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৩, আগস্ট ১৪, ২০২২
মেহেরপুরে মাদক সেবকের ২ মাস বিনাশ্রম কারাদণ্ড

মেহেরপুর: মেহেরপুর সদর উপজেলার বামনপাড়া এলাকায় মাদক সেবনের অভিযোগে সাগর খান নামে এক ব্যক্তিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রিপন।

রোববার (১৪ আগস্ট) বেলা ২টার দিকে বামনপাড়া মোড়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ কারাদণ্ড দেন তিনি।

দণ্ডিত সাগর সদর উপজেলার বামনপাড়া এলাকার জহির খানের ছেলে।

এর আগে সকালের দিকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল মান্নানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম অভিযান চালিয়ে মাদক সেবনের সময় সাগরকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করেন।

সাগর মাদক সেবনের দোষ স্বীকার করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (খ) ধারায় তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল মান্নান এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২২
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।