ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

মানিকগঞ্জে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২২
মানিকগঞ্জে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

মানিকগঞ্জ: মানিকগঞ্জে আরিফ শিকদার নামে একজনকে হত্যার দায়ে হৃদয় নামে এক আসামিকে মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন দায়রা জজ আদালত।  

সোমবার (২৯ আগস্ট) দুপুরে আসামির উপস্থিতিতে এ আদেশ দেন সিনিয়র দায়রা জজ জয়শ্রী সমদ্দার।

 

দণ্ডপ্রাপ্ত আসামি দৌলতপুর উপজেলার ব্রাহ্মন্দী গ্রামের মেহের আলী শেখের ছেলে। নিহত আরিফের বাড়ি দৌলতপুর উপজেলার বাঘুটিয়ার গ্রামের ফকির পাড়ায়।

মামলা সূত্রে জানা যায়, চলতি বছরের ১২ মে সকাল ৯টায় সাটুরিয়া বেলতলা গ্রামের শ্যালো মেশিন ঘরে আরিফকে একা পেয়ে শত্রুতার জেরে ধান কাটার কাঁচি দিয়ে গলায় পোচ দিয়ে হত্যা করে হৃদয়। এ সময় আশপাশের লোকজন শব্দ পেয়ে এগিয়ে এসে হৃদয়কে আটক করে পুলিশে সোপর্দ করে। তদন্ত শেষে সাটুরিয়া থানার এসআই জিয়াউল হাসান হৃদয়কে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। সাক্ষ্য প্রমাণে দোষী সাব্যস্ত হওয়ায় আদালত এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে ছিলেন অ্যাডভোকেট আব্দুল সালাম (পিপি) এবং আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাভোকেট আব্দুল কাসেম মো. কাইসার।  

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।