নড়াইল: নড়াইলে ধর্ষণ মামলায় চয়ন বিশ্বাস (২৪) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানার আদেশ দেন বিচারক।
সোমবার (৩ অক্টোবর) বিকেলে নড়াইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সানা মো. মাহরুফ এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত চয়ন নড়াইল সদর থানার কোড়াগ্রামের পরিমল বিশ্বাসের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা যায়, চয়ন বিশ্বাস পূর্ব পরিচয়ের সূত্র ধরে ২০১৯ সালের ৩১ অক্টোবর এক কলেজছাত্রীকে ফুসলিয়ে নিরিবিলি পার্কে নিয়ে যায়। সেখানে ওই কলেজছাত্রী অসুস্থ বোধ করলে, চয়ন ছাত্রীর নিজ বাড়িতে নিয়ে যান। কলেজছাত্রীর মা অন্যের বাড়িতে কাজ করার সুবাদে ওই দিন বাড়িতে কেউ না ছিলেন না। এ অবস্থায় ওই যুবক কলেজছাত্রীটিকে ধর্ষণ করে। এসময় ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে।
নির্যাতিত ওই ছাত্রীর মা বাদী হয়ে নড়াইল সদর থানায় ওই বছরের ৫ নভেম্বর মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা ওই বছরের ৩১ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
মোট ছয় জন সাক্ষীর সাক্ষ্যগ্রহন শেষে ধর্ষক চয়ন বিশ্বাসের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতিতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ রায় ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০২২
আরএ