ঢাকা, বৃহস্পতিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৩ মে ২০২৪, ১৪ জিলকদ ১৪৪৫

আইন ও আদালত

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নতুন কমিটি 

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৯ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২২
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নতুন কমিটি  এ জে মোহাম্মদ আলী ও কায়সার কামাল

ঢাকা: সাবেক অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি নির্বাচিত হয়েছেন। আর সেক্রেটারি নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল।

 এ জে মোহাম্মদ আলী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং ব্যারিস্টার কায়সার কামাল বিএনপির আইন বিষয়ক সম্পাদক।

শনিবার (৮ অক্টোবর) সারাদেশের বিএনপিপন্থী দুই শতাধিক আইনজীবীদের উপস্থিতিতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সভা শেষে এ দু’জনকে নির্বাচিত করা হয়। বাকি পদগুলো পরে পূরণ করা হবে।

এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার।

এর আগে ২০১৯ সালের ৩ অক্টোবর  রাতে সংবাদমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেনকে আহ্বায়ক এবং অ্যাডভোকেট ফজলুর রহমানকে সদস্য সচিব করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ১৭৯ সদস্যের নতুন কমিটি করেছে বলে জানায় বিএনপি।

এ আহ্বায়ক কমিটিতে একজন জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক, ৯ জন যুগ্ম আহ্বায়ক এবং ১৬৭ জন সদস্য রাখা হয়েছিল।

বাংলাদেশ সময়: ২৩২৯ ঘণ্টা, অক্টোবর ০৮,২০২২
ইএস/এমএইচ/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।