ঢাকা, বুধবার, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৮ মে ২০২৫, ০০ জিলহজ ১৪৪৬

আইন ও আদালত

সাবেক বিচারপতি মানিকের গাড়িতে হামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৩, নভেম্বর ২, ২০২২
সাবেক বিচারপতি মানিকের গাড়িতে হামলা অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক। ফাইল ছবি

ঢাকা: সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিকের গাড়িতে হামলা হয়েছে।  

বুধবার (২ নভেম্বর) বিকেলে রাজধানীর পল্টন এলাকায় নিজ গাড়িতে করে যাওয়ার পথে একটি মিছিল থেকে তার গাড়িতে হামলা করা হয়।

 

সংশ্লিষ্টরা জানান, পল্টন এলাকা দিয়ে নিজ গাড়িতে করে যাওয়ার সময় একটি মিছিল থেকে মানিকের গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। তার সঙ্গে থাকা সরকারি গানম্যানের ওপরও হামলা করা হয়েছে।

ডিএমপির মতিঝিল জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) এনামুল হক মিঠু জানান, এমন একটি হামলার খবর পাওয়া গেছে। সাবেক বিচারপতি মানিককে থানায় যেতে বলা হয়েছে। তিনি গেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

বুধবার (২ নভেম্বর) নয়াপল্টনে যুবদলের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। ওই সমাবেশে মিছিল নিয়ে নেতাকর্মীদের যোগ দিতে দেখা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাদের মিছিল থেকেই সাবেক বিচারপতির গাড়িতে হামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২২
পিএম/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।