ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

বড়াইগ্রামে অস্ত্র মামলায় যুবকের ১০ বছরের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২২
বড়াইগ্রামে অস্ত্র মামলায় যুবকের ১০ বছরের কারাদণ্ড প্রতীকী ছবি

নাটোর: নাটোরের বড়াইগ্রামের একটি অস্ত্র মামলায় মো. আলতাফ হোসেন ভোলন (৩৫) নামে এক যুবককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।  

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরের দিকে নাটোর জেলা ও দায়রা জজ মো. শরীফ উদ্দীন এ রায় দেন।

এ সময় আদালতে আসামি উপস্থিত ছিলেন।  

দণ্ডপ্রাপ্ত মো. আলতাফ হোসেন ভোলন উপজেলার কয়েন বাজার পশ্চিমপাড়া গ্রামের মো. আবুল হোসেনের ছেলে।  

নাটোর জজ কোর্টের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, গত বছরের ২৫ জুন বড়াইগ্রাম উপজেলার কয়েন বাজার এলাকা থেকে দেশীয় তৈরি একটি পিস্তলসহ ভোলনকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)। এ ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে বাদী হয়ে বড়াইগ্রাম থানায় একটি মামলা রুজু করে। মামলাটি তদন্ত শেষে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করে পুলিশ। ওই মামলায় প্রয়োজনীয় সাক্ষ্য প্রমাণ শেষে বিচারক বৃহস্পতিবার ওই দণ্ডাদেশ দেন।  

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।