ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

জয়পুরহাটে ড্রেনম্যানকে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২২
জয়পুরহাটে ড্রেনম্যানকে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

জয়পুরহাট: জয়পুরহাটে গভীর নলকূপের ড্রেনম্যান ইউনুস আলী সরকার হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।  

এছাড়া তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ২ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

সোমবার (২৮ নভেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ নুরুল ইসলাম এ রায় দেন।  

দণ্ডপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার রশিদার বম্বু গ্রামের মৃত সিরাজ প্রধানের ছেলে মদন, বাচ্চু মিয়ার ছেলে সাদ্দাম হোসেন ও আব্দুল মোতালেবের ছেলে দেলোয়ার হোসেন।  

মামলার বিবরণে জানা যায়, জয়পুরহাট সদর উপজেলার রশিদার বম্বু গ্রামের মৃত দুদু মিয়ার ছেলে ইউনুস আলী সরকার গভীর নলকূপের ড্রেনম্যান হিসেবে কাজ করতেন। ২০০৯ সালের ২৭ ফেব্রুয়ারি প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে তিনি কাজে যান। সেই রাতে আসামিরা ইউনুসকে হত্যা করে পাশের একটি বাঁশ বাগানে মরদেহ ফেলে পালিয়ে যায়। পরের দিন সকালে স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে।  

এ ঘটনায় নিহতের ছোট ভাই আলম হোসেন সরকার ১ মার্চ বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আদালত এ মামলায় ১৫ জনের সাক্ষ্যগ্রহণ করেন। মামলার দীর্ঘ শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হওয়ায় আদালত সোমবার এ রায় দেন।

আসামি পক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী আবু কাওসার ও সরকার পক্ষে ছিলেন নৃপেন্দ্রনাথ মণ্ডল।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।