ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

কোন রঙের ফুলে কী বুঝবেন!

লাইফস্টাইল ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২৩
কোন রঙের ফুলে কী বুঝবেন!

পবিত্রতা, শ্রদ্ধা আর ভালোবাসা প্রকাশের মাধ্যম হিসেবে প্রাচীনকাল থেকে ফুলের ব্যবহার হয়ে আসছে। মনে করুন আপনাকে কেউ একজন সাদা গোলাপ পাঠিয়েছে।

সাবধান, হুট করে তাকে ভুল বুঝে ফেলবেন না যেন! ধরেই নেবেন না যে, সে আপনার প্রেমে পড়েছে।

কারণ সাদা ফুলের অর্থ হচ্ছে শ্রদ্ধা, ভদ্রতা এবং নম্রতা। তবে হতাশ হওয়ারও কিছু নেই। কেননা বিভিন্ন রঙের ফুলের রয়েছে বিভিন্নরকম সাংকেতিক অর্থ। হ্যাঁ, নির্দিষ্ট ফুলের নির্দিষ্ট একটা অর্থ আছে। অর্থগুলো ঐতিহাসিক এবং সার্বজনীন। এই কারণে অনেক সচেতন ব্যক্তি আছেন, যারা ফুল ও ফুলের রং নির্বাচনের ক্ষেত্রে কখনও ভুল করেন না। আর তা যদি হয় কোনো বিশেষ অনুষ্ঠান বা ঘটনাকে উপলক্ষ করে, তাহলে তো কথাই নেই। আসুন জেনে নিই ফুলের সাংকেতিক অর্থ।  

লাল

লাল হচ্ছে ভালোবাসা এবং আবেগের রং। বেশিরভাগ প্রেমিক ভালোবাসা প্রকাশের জন্য লাল ফুলকেই বেছে নেয়।   

কমলা

আত্মবিশ্বাস, সাহস ও জীবনের প্রতি গভীর উচ্চাশা প্রকাশের ক্ষেত্রে ব্যবহার হয় কমলা রঙের ফুল ।

হলুদ

 সুখ এবং আনন্দের নিবিড় কোনো কথা জানাতে পারেন হলুদ ফুল দিয়ে। বন্ধুত্বের রংও এটি ।

সবুজ

প্রকৃতির রং সবুজ । সবুজ রঙের ফুল সৌভাগ্য ও সুস্বাস্থ্যের প্রতীক ।

নীল

নীল রঙের ফুল আপনার দুশ্চিন্তা ও আশঙ্কাকে নিমেষেই দূর করতে পারে। এই রঙে রয়েছে শান্তি ও নীরবতা।  
 
সাদা

সাদা মানেই মহত্ত্ব, পবিত্রতা ও উদারতা।  

বেগুনি

বেগুনি রঙের সঙ্গে জড়িত রয়েছে রাজকীয়তা, সম্মান ও অহঙ্কার। তাই কারো ভূয়সী প্রসংশা ও অথবা অনেক বড়  প্রাপ্তি বোঝাতে বেগুনী রঙের ফুল ব্যবহার করা যায়।   

গোলাপি

গোলাপি তারুণ্য উদ্দীপক এবং সুখেরও প্রতীক।
 
তবে ফুলের রং যাই হোক না কেন, আসল অর্থটা কিন্তু নির্ভর করে আপনার মন এবং যে ব্যক্তিটি ফুল পাঠিয়েছে তার প্রতি আপনার ব্যক্তিগত অনুভূতির ওপর।

বাংলাদেশ সময়: ১০৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।