ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

লাইফস্টাইল

হাঁটু ফোলা কী এবং কেন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪২ ঘণ্টা, মে ১৮, ২০২৩
হাঁটু ফোলা কী এবং কেন ছবি: সংগৃহীত

হাঁটুতে কোনো সমস্যা বা অস্বস্তি থাকলে আমাদের স্বাভাবিক হাঁটর বাধাগ্রস্ত হয়। হাঁটুতে যেসব সমস্যা হয়, তার মধ্যে ফোলে যাওয়া অন্যতম।

হাঁটু ফোলে যাওয়ার নানা কারণ রয়েছে। অধিকাংশক্ষেত্রে হাঁটু ফোলা ছাড়া ব্যথাও থাকে। দুই হাঁটু সবসময় একসাথে ফোলে না।

হাঁটু ফোলে যাওয়ার কারণ:

হাঁটুতে কোনো আঘাত লাগার ফলে হাঁটুর হাড় ভেঙে গেলে। অস্টিওআর্থাইটিস বা হাড়ের ক্ষয়রোগ, রিউমাটয়েড় আর্থাইটিস, টিউবারকোলোসিস। এছাড়া  হিমোফেলিয়ার কারণেও হাঁটু ফুলতে পারে।

হাঁটু ফোলার অন্যান্য উপসর্গ:

হাঁটু ফোলার সঙ্গে হাঁটুতে ব্যথা থাকতে পারে।
শরীরে জ্বর থাকতে পারে।
ব্যথার ইতিহাস থাকতে পারে।
শরীরের অন্যান্য জয়েন্ট ফুলে যেতে পারে।

হাঁটু ফোলে গেলে কী করবেন:

হাঁটু ফোলে গেলে এটিকে হালকাভাবে নেওয়ার অবকাশ নেই। খুব গুরুত্বের সঙ্গে এটাকে নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। এক্ষেত্রে মেডিসিন, অর্থোপেডিক, রিউমাটোলজি বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতে পারেন।

চিকিৎসা:

হাঁটু ফোলে গেলে ধরে নিতে হবে হাঁটুর জয়েন্টে পানি জমে থাকতে পারে। সেক্ষেত্রে পানি বের করে যে কারণে পানি জমেছে সে কারণের চিকিৎসা করতে হবে।

ডা. মোহাম্মদ আনিসুর রহমান, বিভাগীয় সম্পাদক, স্বাস্থ্য

বাংলাদেশ সময়: ০৯৪১ ঘণ্টা, মে ১৮, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।