ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

লাইফস্টাইল

বাটার সর্ববৃহৎ ফ্ল্যাগশিপ স্টোর এখন যমুনা শপিং মলে

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৫২, আগস্ট ৩, ২০২৩
বাটার সর্ববৃহৎ ফ্ল্যাগশিপ স্টোর এখন যমুনা শপিং মলে

ঢাকা: বাটা যমুনা ফিউচার পার্কের লেভেল ৩ এ, আরও বড় পরিসরে আধুনিক ও আন্তর্জাতিক মানে সজ্জিত হয়ে এক্সক্লুসিভ ফ্ল্যাগশিপ স্টোরের পুনঃউদ্বোধন করা হয়েছে।  

২১ হাজার স্কয়ার ফিট পর্যন্ত সম্প্রসারিত এ স্টোর বাটার অন্যতম বিশাল ফুটওয়্যার ডেস্টিনেশন।

অভিজাত এ স্টোরের বিশাল পরিসর গ্রাহকদের দেবে এক অনন্য শপিং এক্সপেরিয়েন্স।

নতুনভাবে ডিজাইনকৃত এ স্টোরটি উদ্বোধন করেছেন বাটা এশিয়া প্যাসিফিক-এর প্রেসিডেন্ট মি. রাজীব গোপালাকৃষ্ণান।

উদ্বোধন অনুষ্ঠানটি জাঁকালো করতে আরও উপস্থিত ছিলেন বাটা বাংলাদেশ- এর ঊর্ধ্বতন কর্মকর্তারা, সাংবাদিক, মিডিয়া ব্যক্তিত্বরা ও বিশিষ্ট অতিথিরা।

নতুন আঙ্গিকে সজ্জিত এ দোকানটির অভ্যন্তরীণ সজ্জা খুবই আকর্ষণীয় যেখানে বাটা, রেড লেবেল, বাটা কমফিট, পাওয়ার, নর্থ স্টার, ওয়েইনব্রেনার, বাবলগামারস ইত্যাদি ব্র্যান্ড পাওয়া যাবে। এছাড়াও অন্যান্য আন্তর্জাতিক ব্র্যান্ডের মধ্যে রয়েছে হাস পাপিস, শোল, নাইকি, এডিডাস ইত্যাদি।

সব বয়সের কনজ্যুমারদের সেরা শপিং এক্সপেরিয়েন্স দিতেই স্টোরটিকে নতুনভাবে সাজানো হয়েছে।

কাস্টমারদের বৃহৎ পরিসরে সেবা দিতে আগামী বছরগুলোতে দেশব্যাপী আরও নতুন রিটেইল ও ফ্র্যাঞ্চাইজ আউটলেট নিয়ে আসার বিশেষ পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বাটা।

বাংলাদেশ সময়: ০৮৫২ ঘণ্টা, আগস্ট ০৩, ২০২৩
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।