ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

লাইফস্টাইল

ভালোবাসার স্মৃতি তৈরি করতে গিফট বক্স নিয়ে কিউরেটো

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০২৩
ভালোবাসার স্মৃতি তৈরি করতে গিফট বক্স নিয়ে কিউরেটো

উপহার দেওয়ার আনন্দকে আরও দ্বিগুণ করতে নতুন পারসোনালাইজড গিফট বক্স নিয়ে এলো কিউরেটো। অনুষ্ঠানের সময়কালের বাইরেও এই উপহারের রেশ রয়ে যাবে দীর্ঘদিন।

 

প্রতিটি কিউরেটেড গিফট বক্সের সঙ্গে থাকছে প্রাপক পাচ্ছেন এমন কিছু কালেকশন, যা তার জীবনযাত্রা ও অভিজ্ঞতার কথা তুলে ধরে।  

বিভিন্ন উপলক্ষকে কেন্দ্র করে কিউরেটোর পারসোনালাইজড গিফট কালেকশনে নানা ধরনের থিমের উপহার রয়েছে। ‘হাউস ওয়ার্মিং’ কালেকশনের আন্তরিকতা থেকে শুরু করে ‘পিংক আওয়ার’ সেটের নির্মলতা— প্রতিটি বক্স আবেগ ও অভিজ্ঞতাকে জাগিয়ে তোলার জন্য বিশেষভাবে তৈরি।  

ভালো কফি পছন্দ করেন এমন মানুষদের জন্য আছে ‘কফি কনোইজার’ ও ‘কফি লাভারস ডিলাইট’ নামে দুটি কালেকশন, আর চা-প্রেমীদের জন্য আছে ‘চা অ্যান্ড টা’ ও ‘টি টাইম ব্লিস’ কালেকশন দুটি।  

‘টেস্ট অব ইতালি’ ও ‘পাস্তা নাইট’ সিলেকশন দিচ্ছে আন্তর্জাতিক স্বাদ চেখে দেখার সুযোগ। ‘চকলেট ফন্ডি ফান’ কালেকশনের সঙ্গে রসনা তৃপ্ত করুন। প্রিয়জনের জন্য আপনারা অনুভূতি কিউরেটেড উপহারের মাধ্যমে প্রকাশ করতে পারেন অনায়াসে।  

বিস্তারিত জানতে ভিজিট করুন www.curato.com.bd ।       

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০২৩
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।