ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

লাইফস্টাইল

রোদে কেন সানগ্লাস ব্যবহার জরুরি?

লাইফস্টাইল ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২৪
রোদে কেন সানগ্লাস ব্যবহার জরুরি?

সূর্যের প্রখরতাপে বের হলে তাকানোই দায়। সকালে থেকে পড়ন্ত বিকেল পর্যন্ত এই রোদেলা দিনে আমাদের সঙ্গী সানগ্লাস।

শুধু সানগ্লাস হলেই তো হয় না, তা হতে হবে ফ্যাশনেবল, মুখের সঙ্গে, আপনার ব্যক্তিত্বের সঙ্গেও মানাতে হবে ঠিকঠাক।

বিশেষজ্ঞদের মতে, সানগ্লাস শুধু পড়লেই হবে না। অবশ্যই ভালো মানের সানগ্লাস পড়তে হবে। ভালো সানগ্লাসের ব্যবহার ও নিয়মিত যত্নে আপনার চোখ নিরাপদ থাকবে। বর্তমানে শিশু থেকে বুড়ো সব বয়সী মানুষ সানগ্লাস ব্যবহার করে থাকে।

আসুন সানগ্লাস কেনার ক্ষেত্রে মাথায় রাখবেন যেসব বিষয়: 

•    নানা ধরনের সানগ্লাস আছে বাজারে। তবে আজকাল ক্যাট আই খুব চলছে আর নানা আকারের রিফ্লেকটার গ্লাসও জনপ্রিয় 
•    অনেকেরই পছন্দ গাঢ় বাদামিরঙা বেশ বড় আকারের ওভারসাইজ়ড সানগ্লাস। এগুলো দেশি বা পশ্চিমা সব ধরনের পোশাকের সঙ্গেই মানিয়ে যায় 
•    চোখের মেকআপ করার সময় নেই, কিন্তু যে প্রোগ্রামে যাচ্ছেন, ছবি তুলতেই হবে? তাহলে এমবেলিশড বাটারফ্লাই শেপড সানগ্লাস ব্যবহার করতে পারেন
•    সানগ্লাসের শেপ সাধারণত মুখের আদলের বিপরীত শেপের কেনা উচিত। যেমন মুখের আদল যদি গোলাকার হয় তাহলে একটু কোণাচে ধাঁচের সানগ্লাস বাছাই করুন
•    চারকোণা শেপের মুখের জন্য গোলাকার সানগ্লাস ভালো মানায়। পানপাতার মতো মুখের ক্ষেত্রে চোয়ালের অংশ ও কপালের অংশের সামঞ্জস্য রাখতে মোটা ফ্রেমের সানগ্লাস ব্যবহার করুন 
•    মুখ ডিম বা ডায়ামন্ড শেপ হলে সব ধরনের ফ্রেমই ব্যবহার করতে পারেন।

রোদে কেন সানগ্লাস ব্যবহার করবেন? 

• সূর্যের ক্ষতিকর অতি-বেগুনি রশ্মি কর্নিয়া ও অক্ষিপটের ক্ষতি করে। তাই চোখকে রক্ষা করতে সানগ্লাস ব্যবহার করতে হবে। সানগ্লাস চোখকে রশ্মি থেকে পুরোপুরি রক্ষা করে।

• দীর্ঘ সময় রোদে থাকলে চোখের পাতা, চোখের চারপাশ, ত্বকে জ্বালাভাব, কালি পড়া, ভাঁজ পড়া সমস্যার দেখা দেয়। তাই সানগ্লাস ব্যবহার জরুরি।  

•  সূর্যের ক্ষতিকর অতি-বেগুনি রশ্মি চোখের ভেতরের অংশের ক্ষতি করে ও চোখে ছানি পড়ে। তাই সানগ্লাস ব্যবহার জরুরি।  

• চোখে প্রচুর আলো পড়লে ‘আইরিস’ ছোট হওয়া চোখ কুচকে যেতে পারে। এতে অক্ষিপটের ক্ষতি হয়। ভালো মানের রোদচশমা ব্যবহার আলোর পরিমাণ ৯৭ শতাংশ পর্যন্ত কমিয়ে দিতে পারে।

• দীর্ঘ সময় রোদে থাকলে বয়স বাড়ার সঙ্গে চোখের দৃষ্টিশক্তি কমে যাওয়া শঙ্কা বেড়ে যায়। তাই সানগ্লাস ব্যবহার জরুরি।  

• লোহা, নাইলন, প্লাস্টিক, টাইটেনিয়ামসহ বিভিন্ন উপাদানে চশমা তৈরি করা হয়। এসব উপাদানের রয়েছে নিজস্ব সুবিধা এবং অসুবিধা। তাই সব ধরনের মুখের গড়নের সঙ্গে মানানসই সানগ্লাস কেনার সময় লক্ষ্য রাখতে হবে এগুলো যেন সূর্যের অতি বেগুনি রশ্মি থেকে চোখকে সুরক্ষা দেয়। নিজের প্রয়োজনীয় ও বাজেট অনুযায়ী মানসম্পন্ন সানগ্লাস কিনুন।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২৪
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।