ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

লাইফস্টাইল

সম্পর্কে দূরত্ব তৈরি হলে

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২৪
সম্পর্কে দূরত্ব তৈরি হলে

একটি সুন্দর সম্পর্ক যেমন জীবনটাই সুন্দর করে দিতে পারে। তেমনি সম্পর্ক যখন খারাপ যায় তখন পৃথিবীর কোনো সৌন্দর্যই যেন আর চোখে পড়ে না।

মনও বিষিয়ে যায়, এমন অবস্থা কিন্তু একদিনে তৈরি হয় না।

সম্পর্কে ছোট ছোট কথা কাটাকাটি, ভুল বোঝাবুঝি থেকে দূরত্ব তৈরি হয়। যার মূলে থাকে- 
•    সঙ্গীর সমালোচনা, সারাক্ষণ যদি সঙ্গীর ভুলগুলো সামনে এনে সমালোচনা করা হয়, সে সম্পর্ক হয়ে ওঠে বিরক্তিকর  

•    মানসিক দূরত্ব যদি তৈরি হয়, তবে সম্পর্ক বিচ্ছেদের দিকেও যেতে পারে

•    অবজ্ঞা বা অবমাননা করলে সম্পর্কের ক্ষেত্রে তা স্বাভাবিকভাবেই প্রভাব পড়ে।

এটি স্বাভাবিক সম্পর্ক নষ্ট করে 
•    দুজনের সামাজিক অবস্থানে বিস্তর ফারাক থাকলে ভারসাম্যপূর্ণ সম্পর্ক সত্যিই সহজ নয়

•    পছন্দ-অপছন্দের পার্থক্য থাকলেও সম্পর্কে দূরত্ব তৈরি হয়

•    নিরাপত্তাহীনতা দেখা দিলে সে সম্পর্ক নিয়ে বেশি দূর যাওয়া সম্ভব নয় 

•    পরস্পরের প্রতি আকর্ষণ যদি না থাকে, শারীরিক সম্পর্ক বা আগ্রহ নষ্ট হয়ে যায়। তবে সম্পর্কও ক্ষতিগ্রস্ত হয়।  

এমন পরিস্থিতিতে সম্পর্ক শেষ হয়ে যাচ্ছে ভেবে অভিমান করে দূরে না গিয়ে সঙ্গীর সঙ্গে সরাসরি আলাপ করা উচিত। দুজনের কথা-চিন্তা শেয়ার করতে হবে, জীবনটাকে কীভাবে দেখতে চাইছেন? এখন মনে হচ্ছে কিছু দিন পর সব ঠিক হয়ে যাবে। কিন্তু যদি না হয়, তখন কি হবে? সব দিক আলোচনা করে সিদ্ধান্ত নিন।  

সঙ্গী দুঃখপ্রকাশ করলে তার প্রতি ক্ষমাশীল হতে হবে। বিশ্বাস আর ভালোবাসা দিয়েই সম্পর্কে আস্থা ফেরাতে হবে। অন্তত চেষ্টা করতে হবে একসঙ্গে পথ চলার। তবেই সম্ভব একটি সুন্দর সম্পর্কে থেকে সবার কাছে অনুকরণীয় হওয়ার।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২৪
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।