ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

লাইফস্টাইল

সিএফবি লাইফ টাইম অ্যাওয়ার্ড পেলেন শেফ খলিল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২৪
সিএফবি লাইফ টাইম অ্যাওয়ার্ড পেলেন শেফ খলিল

ঐতিহ্যবাহী বাংলাদেশি খাবারকে জনপ্রিয় করার জন্য শেফস ফেডারেশন অব বাংলাদেশের (সিএফবি) লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার পেলেন শেফ খলিলুর রহমান।  

স্বাস্থ্যকর খাবার প্রচারের লক্ষ্যে রোববার রাতে রাজধানীর এক হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই পুরস্কার গ্রহণ করেন।

আন্তর্জাতিক শেফ দিবস উপলক্ষে সিএফবি এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে সিএফবি সভাপতি হাবিবুর রহমান জহির, সাধারণ সম্পাদক মো. বোরহান খান, যুগ্ম সম্পাদক মো. জালাল আহমেদ, সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন, আবুল বাশার ও লেভেন শিশির রডরিক উপস্থিত ছিলেন।

শেফ খলিল ইউএস প্রেসিডেন্সিয়াল বাইডেন লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড এবং অস্কার খ্যাত ব্রিটিশ করি অ্যাওয়ার্ডসহ বহু জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছেন।  

১০ দিনের সফরে তিনি বাংলাদেশে রয়েছেন। এ সময় তিনি খলিল ফুড ফাউন্ডেশন চালু করবেন, যা দেশের রন্ধনশিল্পে নতুন সম্ভাবনা তৈরি হবে, সেই সঙ্গে দেশে ও বিদেশে তৈরি হবে নতুন কর্মসংস্থানের।  

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২৪
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।