ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

লাইফস্টাইল

চুপিসারে বাড়তে থাকা কোলেস্টেরল নিয়ন্ত্রণে যা করবেন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৪
চুপিসারে বাড়তে থাকা কোলেস্টেরল নিয়ন্ত্রণে যা করবেন ছবি: সংগৃহীত

শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো না থাকলে ঋতু পরিবর্তনের প্রভাবে শরীরেরও বিভিন্ন পরিবর্তন ঘটে। ঘরে ঘরেই এই সময়ে সর্দি-কাশি বা জ্বরের মতো বিভিন্ন উপসর্গ দেখা যায়।

পাশাপাশি চুপিসারে বাড়তে থাকে হৃৎপিণ্ডের জটিলতাও।

যেহেতু এই সময় থেকে একটু ঠান্ডা পড়তে শুরু করে, তাই খাওয়া-দাওয়ার পরিমাণ একটু বেশি হলেও বাইরে থেকে তেমন কোনো অস্বস্তি হয় না।

এই অনিয়ন্ত্রিত খাওয়া-দাওয়ার প্রভাবেই রক্তে থাকা কোলেস্টেরলের মাত্রা বাড়াতে থাকে।

রক্তে থাকা কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করলেই হার্টের স্বাস্থ্য ভালো থাকবে, এ কথা প্রায় সবাই জানেন। রক্তে থাকা ওই চটচটে পদার্থটি যে একেবারেই খারাপ, তা নয়। একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে সাধারণত দুই ধরনের কোলেস্টেরল থাকে, ‘গুড কোলেস্টেরল’ এবং ‘ব্যাড কোলেস্টেরল’।

অনেকের ধারণা, চর্বি জাতীয় খাবার বেশি খেলেই কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায়। সব ক্ষেত্রে এ ধারণা ঠিক নয়। কোলেস্টেরলের মাত্রা বাড়বে কি না, তা নির্ভর করে প্রত্যেকের শরীরের বিপাক হারের ওপর। কারও যদি ডায়াবেটিস থাকে, তাহলে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যাওয়ার আশঙ্কাও বাড়ে। হার্ট অ্যাটাকের অন্যতম কারণ হলো কোলেস্টেরল। হৃদরোগের ঝুঁকি কমাতে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন।

চিকিৎসকদের মতে, রক্তে উচ্চমাত্রায় ‘এলডিএল’ থাকা ‘এলডিএল’ বা ‘লো ডেনসিটি লাইপোপ্রোটিন’ মাত্রা ১শ’র কম থাকলে, মনে করা হয় তা স্বাভাবিক। কিন্তু ১৩০-এর বেশি হলেই হৃৎপিণ্ডের সঙ্গে যুক্ত প্রধান রক্তবাহীকাগুলো ক্ষতিগ্রস্ত হয়। ফলে হৃদরোগ সংক্রান্ত যেকোনো রোগের আশঙ্কা অনেকগুণে বেড়ে যায়।

তবে প্রতিদিন কোলেস্টেরল কমানোর ওষুধের ওপর নির্ভরশীল না হয়ে নিয়ন্ত্রিত জীবনযাপন এবং খাদ্য তালিকায় কিছু পরিবর্তন আনলেই কোলেস্টেরলকে বশে রাখা সম্ভব।

প্রতিদিনের রুটিনে কী কী যোগ করলে বিপাক হারে উন্নতি ঘটিয়ে ‘ব্যাড’ কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে থাকবে?

* প্রতিদিন পাতে রাখতেই হবে সহজপাচ্য ফাইবার জাতীয় কিছু খাবার। নাসপাতি, আপেল, ওটমিল এবং বিনসে থাকা ফাইবার, রক্তের অতিরিক্ত চর্বি শোষণ করতে দেয় না।

* যেহেতু স্যাচুরেটেড ফ্যাট রক্তে থাকা ‘ব্যাড’ কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে তোলে, তাই এর বদলে পাতে রাখুন পলিআনস্যাচুরেটেড ফ্যাট। যেমন বাদাম, বিভিন্ন ধরনের বীজ, সামুদ্রিক মাছ খেতে পারেন।

* কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডের সরাসরি কোনো ভূমিকা না থাকলেও হৃৎপিণ্ড ভালো রাখতে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

* ওজন নিয়ন্ত্রণে রাখতেই হবে। প্রতিদিন অন্ততপক্ষে আধঘণ্টা শরীরচর্চা করলে ‘গুড’ কোলেস্টেরলের মাত্রা বাড়ে।

* পরিমিত মদপান হার্টের স্বাস্থ্যের জন্য ভালো প্রমাণিত হলেও ধূমপানের ক্ষেত্রে তেমন কোনো কথা এখনো পর্যন্ত শোনা যায়নি। তাই ধূমপান ছাড়তে পারলেই ভালো।

বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৪
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।