প্রেমে ইতি টেনেছেন। নানা কারণে ভালো থাকছিলেন না বলেই।
* নজরদারি
যদি আপনার প্রাক্তন সত্যিই আপনার জীবনে ফিরতে চান, তবে নিশ্চিত ভাবে আপনার সমাজিক যোগাযোগমাধ্যমে তিনি নজর রাখতে চাইবেন। কারণ সেখানেই আপনার দৈনন্দিন কার্যকলাপের খবর জানতে পারবেন তিনি। খেয়াল রাখুন প্রাক্তন আপনার সমাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে লাইক বা মন্তব্য করছেন কি না।
* শুভেচ্ছাবার্তা
জন্মদিন বা আপনার জীবনে বড় কোনো সাফল্য। সময় করে আপনাকে শুভেচ্ছাবার্তা পাঠাচ্ছেন কি আপনার প্রাক্তন? তবে হতে পারে, আপনাকে এখনো তিনি ভুলতে পারেননি।
* খবর নেওয়া
দীর্ঘদিন সম্পর্কে ছিলেন। নিশ্চয়ই দু’জনেরই বন্ধুদলে এমন কোনো কোনো বন্ধু থাকবেন যারা দু’জনেরই কাছের। আপনার প্রাক্তন যদি আপনার জীবনে ফিরতে চান, তবে ওইসব বন্ধুর কাছে আপনার প্রসঙ্গ উত্থাপন করতে পারেন।
* দেখাসাক্ষাৎ
বন্ধুর বাড়ি, কর্মক্ষেত্র বা অন্যান্য যেসব জায়গায় আপনারা একসঙ্গে যেতেন, সেখানে কি মাঝেমধ্যেই প্রাক্তনের সঙ্গে দেখা হয়ে যাচ্ছে? ব্যাপারটা পুরোপুরি কাকতালীয় না-ও হতে পারে। এমনও হতে পারে, আপনার সঙ্গে সাক্ষাতে কথাবার্তা নতুন করে শুরু করার জন্যই তিনি উপস্থিত থাকছেন ওইসব জায়গায়।
* ক্ষমাপ্রার্থনা
প্রাক্তন জীবনে ফিরতে চাইলে অবশ্যই আপনার কাছে ক্ষমা চাইবেন। নতুন করে সবকিছু শুরু করার আর্জি জানাবেন। অতীতে যা ঘটেছে তা সহজ করার চেষ্টা করবেন। তবে এটাও মনে রাখতে হবে, দীর্ঘদিনের সম্পর্কের পরে পুরনো সঙ্গীকে ভোলা কঠিন। যদি কেউ প্রকৃত ভালোবেসে থাকেন, তবে কয়েক মাসেই তাকে ভুলে যাওয়া সম্ভব নয়। আবেগকে বিদায় জানানোও সম্ভব নয়। তাই আপনার প্রাক্তনের থেকে যদি নিরাপত্তার অভাব বোধ না করেন, তবে তার সঙ্গে সংবেদনশীল আচরণ করুন।
বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৪
এএটি