ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

লাইফস্টাইল

শীতে যেভাবে গোসল করাবেন খুদেকে

লাইফস্টাইল ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২৪
শীতে যেভাবে গোসল করাবেন খুদেকে

শীত মৌসুমে বড়দের ত্বক বেশি শুষ্ক হয়ে যায়। আর শিশুদের ত্বক যেহেতু খুবই সংবেদনশীল, তাই শীতের সময় গোসল না করালে ত্বক আরও শুষ্ক হতে পারে।

এতে শিশুর শরীরে দেখা দিতে পারে র‌্যাশ। এছাড়া শিশুকে পরিচ্ছন্ন না করা হলে চর্ম রোগও হতে পারে। শরীরে ঘাম জমে আরও বেশি অসুস্থ হতে পারে শিশু। তাই শীতে একদিন পর পর কুসুম গরম পানিতে গোসল করাতে হবে খুদেকে।

গোসলের জন্য নির্দিষ্ট সময় রাখতে হবে। সবচেয়ে ভালো সময় বেলা সাড়ে ১১টার দিকে শিশুকে গোসল করালে।  চিকিৎসক জানাচ্ছেন, শীতকালে তো ঠান্ডা পড়ে বেশি তাই বেশি বেলা করে শিশুকে গোসল করাবেন না।

সকালের দিকে ভালো করে তেল মালিশ করে হালকা গরম পানিতে শিশুকে গোপল করাতে হবে। গোসল করে দ্রুত শরীর মুছে গরম জামা-কাপড় পরাতে হবে। যেদিন কুয়াশা বেশি পড়ে সেদিন শিশুবে গোসল করাবেন না।

খোলা জায়গায় শিশুকে গোসল করাবেন না। ভেজা তোয়ালে শিশুর গায়ে জড়াবেন না। গোসলের পর ময়েশ্চারাইজার মাখাতে হবে।  শিশুর ত্বক বুঝে কী ধরনের ক্রিম মাখাবেন তা চিকিৎসকের থেকে জেনে নিতে হবে।  গোসলের পরে রোদে শিশুকে রাখুন কিছুক্ষণের জন্য। এতে চট করে শিশুর ঠান্ডা লাগবে না।

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২৪
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।