ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

লাইফস্টাইল

ঈদের আগে চুল নিয়ে ভাবনা! 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০০, মার্চ ২১, ২০২৫
ঈদের আগে চুল নিয়ে ভাবনা! 

চুল নিয়ে চিন্তা নেই, এমন মানুষ কমই আছে। চিন্তা করার পরও শুধুই বাজারে শ্যাম্পু-কন্ডিশনারের ওপরই নির্ভর করি আমরা।

আর মনে মনে এটা ভেবে ভালো লাগে, চুলের যত্নের কোনো অভাব নেই৷ কিন্তু সত্যি কি তাই? 

ঈদের আগে এই সময়ের আবহাওয়ায় চুলের স্বাস্থ্য এবং কোয়ালিটি বজায় রাখা নিয়ে বেশিরভাগ মানুষই সমস্যায় পড়েন৷ এর থেকে বাঁচার সহজ উপায় জেনে নিন বিখ্যাত হেয়ার এক্সপার্ট জাভেদ হাবিবের কাছে।  

চুলের যত্নের বিষয়ে জাভেদ হাবিব বলেন-  

•    শ্যাম্পু করার দশ মিনিট আগে মাথায় তেল লাগানো উচিত 

•    সেই তেল হবে অবশ্যই সরিষার তেল

•    বাইরে গেলে, ধুলা বা রোদ থেকে ফিরে প্রতিদিন শ্যাম্পু করাটা বাধ্যতামূলক

•    নিয়মিত চুল কাটার বিষয়েও গুরুত্ব দিতে হবে

•    তিনি বলেন, ভালো হেয়ার কাটিং একজন মানুষের পুরো পার্সোনালিটি বদলে দিতে পারে 
•    কারণ চুল কাটার পর একজনের ‘লুকস’ আরও বেশি ফ্রেশ লাগে।  

•    ঘরের যত্নে সপ্তাহে একটি ডিম আর একটি লেবুর রসই যথেষ্ট চুলের ঝলমলে সিল্কি রাখতে।

আর যদি চুল পড়ার সমস্যা থাকে তবে সঙ্গে পেঁয়াজের রস মিশিয়ে লাগিয়ে নিন। এক ঘণ্টা রেখে শ্যাম্পু করে নিন।  

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, মার্চ ২১, ২০২৫
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।