ঢাকা, মঙ্গলবার, ১৮ চৈত্র ১৪৩১, ০১ এপ্রিল ২০২৫, ০২ শাওয়াল ১৪৪৬

লাইফস্টাইল

মেহেদির রঙে রাঙিয়ে তুলুন হাত

লাইফস্টাইল ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৫
মেহেদির রঙে রাঙিয়ে তুলুন হাত মেহেদি রাঙানো হাত

রাত পোহালে খুশির ঈদ। সব কেনাকাটা এরই মধ্যে হয়ে গেছে অনেকের।

এই ঈদের দিনে আমাদের সুন্দর হাত দুটি কি খালিই থাকবে? একদমই না।  মেহেদি আমাদের উৎসবের সঙ্গে জড়িয়ে রয়েছে। এখন বাজারে অনেক ধরনের মেহেদি পাওয়া যায়। পছন্দের ব্র্যান্ডের মেহেদি ঈদের আগের দিন লাগিয়ে নিন। ইচ্ছামতো ডিজাইন করুন। অনেকে মেহেদি দিতে পার্লারে যান।

তবে ইচ্ছে করলে ঘরেও এঁকে নিতে পারেন সুন্দর ডিজাইন। মেহেদির প্যাকেটের মধ্যেই অনেকগুলো নকশা দেওয়া থাকে। আর চাইলে অনলাইন থেকেও দেখে নিতে পারেন পছন্দের ডিজাইন। এগুলোর মধ্যে থেকে বেছে নিয়ে হাত রাঙিয়ে নিন মেহেদির রঙে।

মেহেদি হাতে ব্যবহারের আগে কিছু বিষয়ে খেয়াল রাখতে হবে। তার মধ্যে একটি হলো, হাত ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। হাতে যেন কোনো মেহেদি না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। হাতে ময়লা, মৃত কোষ থাকলে মেহেদির রং ঠিকভাবে বসে না। তাই এক্ষেত্রে সবচেয়ে ভালো হয় যদি মেনিকওর করে নিতে পারেন।

রাতে ঘুমাতে যাওয়ার আগে মেহেদি পরবেন। এরপর সারারাত হাতে মেহেদি রেখে দিলে ভালো হয়। মেহেদি শুকিয়ে গেলে তা সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলবেন না। কিছু মেহেদি শুকিয়ে নিজ থেকেই পড়ে যাবে অথবা হাত দিয়ে ঘষে আপনি নিজেই ফেলে দিতে পারেন।  

মেহেদি শুকিয়ে যাওয়ার পর অন্তত আট ঘণ্টা হাতে পানি লাগাবেন না। এতে মেহেদির রং গাঢ় হবে। মেহেদির রং গাঢ় করার ক্ষেত্রে একটি কার্যকরী উপায় হতে পারে চিনি এবং লেবুর রস ব্যবহার।

মেহেদি যখন শুকিয়ে যাবে তখন লেবুর রসের সঙ্গে চিনি মিশিয়ে হাতে সেই মিশ্রণ লাগিয়ে নিতে হবে। এরপর শুকিয়ে গেলে হাত মুছে নিতে হবে। এতে রং গাঢ় হবে, সেই সঙ্গে হবে দীর্ঘস্থায়ী।

লবঙ্গ কাজে লাগাতে পারেন মেহেদির রং গাঢ় করার ক্ষেত্রে। প্রথমে একটি লোহার কড়াই চুলায় বসিয়ে চুলা জ্বালিয়ে দিন। এরপর তাতে কয়েকটি লবঙ্গ দিন। কড়াই থেকে ধোঁয়া বের হলে তার ওপর আপনার হাত দুটি ধরে রাখুন। এতে মেহেদির রং সহজেই গাঢ় হবে। তবে সাবধানে করবেন, গরম কড়াই যেন হাতে না লাগে। আর মেহেদি রাঙা হাত দেখতে সবার ভালো লাগে। ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তুলতে চাঁদরাতে চলুক মেহেদি উৎসব।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৫
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।