ঈদের দিনের কর্মব্যস্ততা বা ঘোরাঘুরি শেষে রাতে যখন বাড়ি ফেরা হয়, তখন একদমই আর শরীর সয় না। সকালে বেরোনোর আগে মেকআপ করলেন কিন্তু দিন শেষে খুব ক্লান্তি আসে তা তুলতে।
আবার সঠিক উপায়ে মেকআপ না তুললেও তা ত্বকে জমে থাকে। পরে সেখানে ব্রণও হতে পারে। যদিও অনেকেই মেকআপ তুলতে বিভিন্ন ক্লিনজারসহ কেমিক্যালযুক্ত রিমুভার ব্যবহার করেন। যা অনেক ক্ষেত্রে ত্বকের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। কারণ মেকআপের রাসায়নিক পদার্থগুলো তুলতে গিয়ে আবার রিমুভারের কেমিক্যালের সাহায্য নিলে ত্বক ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই প্রাকৃতিক কয়েকটি উপায় ট্রাই করতে পারেন, তাহলে চলুন জেনে নেওয়া যাক:
অলিভ ওয়েল ভালো মেকআপ রিমুভারের কাজ করে। এ ছাড়া তিসির ও তিলের তেল ব্যবহার করতে পারেন। যেকোনো ধরনের তেলের সঙ্গে একটু পানি মিশিয়ে নিন। এবার এটি পরিষ্কার তুলায় নিয়ে মুখে কিছুক্ষণ মালিশ করুন। ভারী মেকআপ নিলে তা খুব সহজেই তেলের মাধ্যমে উঠে আসবে। নারিকেল তেল একটু থকথকে হয় বলে মেকআপ তোলার কাজে এটি ব্যবহার করা একটু অসুবিধাজনক। কম ঘনত্বের তেল ব্যবহার করা ভালো। চোখের মাসকারা ও কাজল তেল দিয়ে সহজেই তুলে ফেলা যায়। তবে সতর্ক থাকতে হবে যেন তেল চোখের ভেতর ঢুকে না যায়।
শসার রস মুখে লাগালে মেকআপ তুলতে দারুণ কাজ করে। এ ছাড়া ত্বকের জন্যও ভালো।
টমেটোর রস মেকআপ তুলতে বেশ কাজ করে।
টকদই ও অলিভ অয়েল মিশিয়ে মুখে মাসাজ করুন। এটি তুলায় লাগিয়ে ঠোঁটের লিপস্টিকও তুলতে পারবেন।
বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৫
এএটি