ঢাকা, রবিবার, ২৯ চৈত্র ১৪৩১, ১৩ এপ্রিল ২০২৫, ১৪ শাওয়াল ১৪৪৬

লাইফস্টাইল

শুক্রবার শুরু হচ্ছে ‘রিশকা ফেস্ট-১৪৩২’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৫
শুক্রবার শুরু হচ্ছে ‘রিশকা ফেস্ট-১৪৩২’

ঢাকা: আগামী শুক্রবার (১১ এপ্রিল) রাজধানীর আলোকী কনভেনশন হলে শুরু হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান রিশকা কানেক্টস’র আয়োজনে ‘রিশকা ফেস্ট-১৪৩২’।  

পহেলা বৈশাখ এবং পার্বত্য চট্টগ্রাম এলাকার প্রধান তিনটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সমাজের বর্ষবরণ বৈসাবি উৎসব উপলক্ষে আয়োজিত চার দিনব্যাপী এই আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক আয়োজক এবং শেফ টেবিলস।

ক্রিয়েটিভ পার্টনার দেশের জনপ্রিয় ফ্যাশন প্রতিষ্ঠান দেশাল।

তরুণদের সামনে বাঙালির নববর্ষ উদযাপনের নানান আয়োজন এবং দেশীয় শিল্প ও সংস্কৃতির ঐতিহ্য তুলে ধরতেই রিশকা কানেক্টস’র এই আয়োজন।

তরুণ উদ্যোক্তাদের নেতৃত্বে আয়োজিত ভিন্ন ধারার এই ফেস্টে থাকছে দেশীয় শিল্প ও সংস্কৃতির এক বৈচিত্র্যময় প্রদর্শনী ও উপস্থাপনা।  

অংশগ্রহণকারী উদ্যোক্তার স্টলের সংখ্যা ৬৬। দেশীয় ঐতিহ্যসহ বিভিন্ন হস্ত ও কারুশিল্পের স্টল ছাড়াও থাকবে দেশি খাবারের স্টল।

নববর্ষকে ভিন্ন আঙ্গিকে উদযাপনের লক্ষ্যে মেলায় স্থান পেয়েছে দেশের বিভিন্ন চিত্রশিল্প থেকে শুরু করে চলচ্চিত্র। বৈসাবি উৎসবের অংশ হিসেবে থাকবে পাহাড়ি গান এবং নৃত্যায়োজন।

পণ্য প্রদর্শনী ছাড়া এই আয়োজনে থাকছে চারটি চলচ্চিত্র প্রদর্শনী, চারটি ব্যান্ডের সলো কনসার্ট এবং প্রাচ্যনাটের আয়োজনে নাটক, মাইমাট শো, সারদ সংগীতায়জনে অংশ নেবে ফুলঝুরি সিস্টার্স এ ছাড়াও একক সংগীত পরিবেশনে থাকবে তপেশ চক্রবর্তী-অর্জুন কর এবং ডিজে একে এস।  

এ ছাড়া ভিন্ন ধরনের এই আয়োজনে, থাকবে আলপনা, অরিগামি ও ইকেবেনা নিয়ে চারটি ভিন্ন ভিন্ন কর্মশালা এবং প্রদর্শনী দর্শক মনোরঞ্জনে মেলা প্রাঙ্গণজুড়ে দিনভর চলবে পুতুল নাচ, বায়োস্কোপ, নাগরদোলা, জাদু প্রদর্শন এবং আমিন হান্নান চৌধুরীর স্ট্যান্ডআপ কমেডি শো।

চলচ্চিত্র প্রদর্শনীতে থাকবে লালসালু,পথের পাঁচালী, বেদের মেয়ে জোৎস্না এবং মাটির ময়না। আকর্ষণীয় বিষয় হলো এই চলচ্চিত্রগুলো প্রদর্শনীর পাশাপাশি থাকবে এই চলচ্চিত্রগুলো নিয়ে প্যানেল আলোচনা। আর আলোচনায়  অংশ নেবেন ফিল্ম পরিচালক তানভীর আহসান, অনলাইনে যুক্ত থাকবেন জনপ্রিয় চলচ্চিত্র লালসালুর পরিচালক তানভির মোকাজ্জেল।  ফ্যাশনের একাল এবং সেকাল নিয়ে আয়োজিত প্যানেল আলোচনায় অংশ নেবে দেশাল’র কর্ণধার কোন আদিত্য এবং ইসরাত জাহান।  
 
এ ছাড়াও থাকবে লাইভ কিচেন এবং কুকিং কনটেস্ট। এটি রিশকা কানেক্টস’র ফ্ল্যাগশিপ প্রোগ্রাম রিশকা ফেস্ট’র এটি দ্বিতীয় আয়োজন।

এই আয়োজনের প্রবেশমূল্য তিনশ টাকা। মেলা চলবে সকাল ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৫
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।